চাঁদপুর বিআরটিএর গাড়ি চালকদের লাইসেন্স পরীক্ষা মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার্থীদের সাথে কথা বলেন ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড চাঁদপুর জেলা সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘চালালে গাড়ি সাবধানে, বাচঁবে সবাই প্রাণে। এই শ্লোগানকে সামনে রেখে, সকল চালক গাড়ি চালাতে হবে।’
তিনি বলেন, ‘মানুষের জীবন অনেক মূল্যবান সম্পদ, একজন চালকের হাতে অনেক মানুষের দায়িত্ব নির্ভর করে। আমরা কোনো অদক্ষ চালকের হাতে লাইসেন্স তোলে দিবো না। আপনারা সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উন্নতি লাভ করে, লাইসেন্স সাথে নিয়ে গাড়ি চালাতে রাস্তায় নামবেন। মানুষের জীবন কোনো খেলনা নয়, তা নিয়ে খেলা করা যাবে না।
চাঁদপুর বিআরটিএর সহকারী পরিচালক শেখ ইমরানের সহযোগিতায় সকাল সাড়ে ৯ টায় ট্যাকনিকাল স্কুলে লিখিত, দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যলয়ে মৌখিক ও বিকাল সাড়ে ৩ টায় পিল্টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপারের প্রতিনিধি (টিআই) মো. দেলাওয়ার হোসেন, চাঁদপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. মেহেদী হাছান, উচ্চমান সহকারী মো. হারুনুর রশিদ, মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা, হালকা যান, মাজারি যান, ভারি যানসহ-পেশাদার, অপেশাদার, মোট ১৫০ জন অংশগ্রহণ করে।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৫: ০০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur