ফরিদগঞ্জ

‘চান্দ্রা-মুন্সীরহাট ওয়াপদা’ সড়ক পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া এমপি বলেছেন, ‘আমি বিশ্বাস করি ঈমান আকিদায়। বিশ্বাস করি উন্নয়নে। গুরুত্বপূর্ণ এ সড়কটি পুনঃনির্মাণের মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশ পুরণ হতে চলেছে। লাঘোব হবে লাখো মানুষের দুর্ভোগ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর-নানুপুর-চান্দ্রা-কামতা বাজার-রামগঞ্জ সড়কের ইচলীঘাট হতে একতা বাজার পর্যন্ত সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চোর বাটপাররা যদি ক্ষমতায় আসে তাহলে জনগনের দুর্ভোগ বাড়বে। তাই ভালো মানুষদের কাজ করার সুযোগ দিতে হবে।’

সভাপতিত্ব করেন ২নং ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন-অর রশিদ। ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সওজ এর নির্বাহী প্রকৌশলী শুভ্রত দত্ত, ঠিকাদার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আ’লীগের সহ সাংগঠণিক সম্পাদক মাহাবুবুর রহমান টিটু মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্ল্যাহ তপাদার, ৫নং গুপ্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাটওয়ারী, উপজেলা আ’লীগের সদস্য আবু তালেব সর্দার, ইউনয়িন আ’লীগের সহ সভাপতি আবু তাহের মিন্টু, ৪নং ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, আ’লীগ নেতা আনোয়ার হোসেন মামুন মুন্সি, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আবু তাহের মাষ্টার, ২নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন তপাদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবলীগ নেতা টিটু, আলাউদ্দীন প্রমুখ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ১: ৫০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share