চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠিত

“যাদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম নতুন বাংলাদেশ, আমরা তোমাদের ভুলবো না” — এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫।

(সোমবার) ৪ আগস্ট দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী সংগীত, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, ২৪ এর রঙেও গ্রাফিতে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দ্রা ইউনিয়নের কৃতি সন্তান ও চাঁদপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের খান। তিনি বলেন,
“শহীদদের আত্মত্যাগের কথা শুধু স্মরণ করলেই হবে না, তাদের আদর্শ বুকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।”

“যাদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম নতুন বাংলাদেশ—আমরা তোমাদের ভুলবো না”—এই স্লোগান সত্যিই আমাদের চেতনার মূলে স্পর্শ করে। যারা দেশ ও জাতির জন্য আত্মোৎসর্গ করেছেন, আমরা আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁদের দেখানো পথ অনুসরণে প্রতিজ্ঞাবদ্ধ হই।

এই মাদ্রাসা শুধু শিক্ষা প্রদান করে না, বরং সমাজ গঠনের জন্য আদর্শ মানুষ তৈরির কারখানা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব আলেম, শিক্ষক ও সমাজসেবকদের, যাঁরা এই প্রতিষ্ঠানের ভিত্তি গড়ে তুলেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী, আল-আমিন একাডেমী মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদ এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এস এম আহসান হাবীব।

আরো বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা সালাউদ্দিন চাদপুরী, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি মোঃ ফয়েজ উল্লাহ, সহকারী অধ্যাপক মাহামুদুল হাসান, সহ শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ ইয়াছিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ ফরহাদ আলিম।

সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ৪ আগস্ট ২০২৫