চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের নূরীয়া ফাযিল মাদ্রাসার আলিম শ্রেণির ২০১৭ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় মাদ্রাাসা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.হাসান খান।
প্রধান অতিথি ড.হাসান খান বলেন, ‘আজকের এ নবীনবরণ অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রী সহ সকলের প্রতি বিশেষ অনুরোধ তোমরা এখন থেকে সকল অনিয়ম পরিহার করে মনোযোগ সহকারে পড়াশুনা করবে।
এতে তোমাদের মাধ্যমে এ মাদ্রাসার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা যেন এ দেশর যোগ্য নাগরিক হিসেবে নিজকে গড়ে উঠেত পারো। ’
তিনি আরো বলেন, ‘এ মাদ্রাসাটি ফলাফলের দিক দিয়ে অনেকটা ভালো অবস্থানে থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে এখনো তেমন কোনো উন্নয়ন হয়নি। সকলে সমবেতভাবে চেষ্টাকরলে মাদ্রাসার দ্রুত উন্নয়ন সম্ভব।’
মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী,উপাধ্যক্ষ মাহমুদুল হাসান।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাদ্রাসরা আরবী প্রভাষক আলহ্জ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরী,অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাসুদ আলম ও নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শরীফ হোসেন।
ইংরেজি বিভাগের প্রভাষক মো.ফয়জুল্যাহর পরিচালনায় শিক্ষকমন্ডলি,অভিবাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক নবীন শিক্ষার্থীদের অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা ফুলের শুভেচ্ছায় জানিয়ে বরণ করে নেয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম
:আপডেট,বাংলাদেশ সময় ৬: ৫৫ পিএম,৮ জুলাই ২০১৭,রোববার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur