চান্দ্রা দরবার শরীফে বাৎসরিক এশায়াত সম্মেলন ও ওরশ মোবারক

ফরিদগঞ্জ উপজেলা চান্দ্রা বাজার এলাকায় ঐতিহাসিক চান্দ্রা দরবার শরীফের সাইয়্যেদ মোহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী রাঃ এর বেছাল শরীফ উপলক্ষে
দুইদিনব্যাপী বাৎসরিক এশা,য়াত সম্মেলন ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ৩, ৪, আগস্ট রবিবার ও সোমবার প্রথম দিন কোরআন তেলাওয়াত ও মিলাদ ওয়াজ মাহফিলের মাধ্যমে বাৎসরিক ৫১ তম এশায়াত সম্মেলন ও ৯ তম ওরছে আজম মোবারকের দুই দিনের কর্মসূচি।

উদ্বোধন করেছেন চান্দ্রা দরবার শরীফের বর্তমানে পীরের তরিকত সাজ্জাদানশীন পীর সাহেব ডক্টর এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী সাইফী। এই দরবার এমন এক দরবার আল্লাহর রাসূলের গোলামি, ও নবীর এলেম শিখা যায় এই দরবারে ধর্ম শিক্ষা দেওয়াই এই দরবার । এখনো যারা বায়াত গ্রহণ করেননি আসুন আমরা সবাই বায়াত গ্রহন করি । হযরত আবু বক্কর হযরত ওমর রাদিয়াল্লাহু তা’আলা এভাবে আমল করছে আপনারাও সেভাবে আমল করোন। তাহলে নবীর দেখা পাবেন।

উক্ত অনুষ্ঠানে ভারত থেকেও ওয়াজ করেন বীর্য আলেমগণ এবং তরিকতের দেশের বিভিন্ন জেলা থেকে এসে ওরস মাহফিলে উপস্থিত ওয়াজ মাহফিল করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দ্রা দরবার শরীফের ভক্ত আলহাজ্ব জয়নাল আবদীন বেপারী, ওম মোহাম্মদ মেরাজ চৌকদার, মোহাম্মদ গোলাম হোসেন, টিটু,
মঈনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, ও মঈনীয়া ভক্ত ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী, চান্দ্রা দরবার শরীফের ভক্ত মোঃ আলমগীর হোসেন টিটু, মোহাম্মদ জাকির হোসেন, সহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ও ও বিভিন্ন দরবার শরীফ তরীকতের ভক্ত আসে কোন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ দিনে ওয়াজ ও মিলাদ মাহফিল মোনাজাত পরিচালনা করেন সাইয়্যেদ মোহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী রাঃ এর সাজ্জাদানশীন পীর সাহেব ডক্টর এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী। পরে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

স্টাফ রির্পোটার/ ৬ আগস্ট ২০২৫