চাঁদপুর সদর

চান্দ্রা ইউনিয়ন ছাত্রদল কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের নব গঠিত কমিটির বিরুদ্ধে শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টায় স্থানীয় চান্দ্রা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশ।

বিক্ষোভকারীরা বাংলা বাজার থেকে শুরু করে মদিনা মার্কেট চান্দ্রা বাজার হয়ে পূণরায় চৌরাস্তায় এসে সমাবেশ পালন করে।

ছাত্র নেতা সোহেল গাজীর সভাপতিত্বে এবং মাহাবুব আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ইমরান গাজী, নবিন, শরীফ কবিরাজ, শামীম পাটওয়ারী, মোস্তফা, নাসির মিজি, সালাউদ্দিন মাঝি, সাইফুল ইসলাম, তুহিন ও জুয়েল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ‘গত ২৫ তারিখে ১২নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি বাতেন জমাদার, সাধারণ সম্পাদক মামুন হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম মিয়াজীসহ এরা কেউই ছাত্র না। একই গ্রামের ৩ জনকে প্রাধান্য দিয়ে এ কমিটি গঠন করায় ছাত্রদলের চান্দ্রা ইউনিয়ন কমিটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সমাবেশে ছাত্র নেতারা দ্রুত এ কমিটি বাতিল করে যোগ্যদের মূল্যায়ন করে কমিটি গঠন করার দাবি জানান।’

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- চাঁদপুর চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share