চাঁদপুরের সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে মাইক্রোবাসের ধাক্কায় বদরুল জামাল গাজী ওরফে কালাচান (৩৫) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে যায় বলে প্রত্যদর্শী সূত্রে জানাযায়।
১৫ মে মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা এ দুর্ঘটনা ঘটে। আহত কালাচান চান্দ্রা দক্ষিন বালিয়া বাখরপুর গ্রামের মৃত মন্টু গাজীর ছেলে ও চান্দ্রা বাজার গাজী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সত্তাধিকারী।
আহত বদরুল জামাল গাজী জানায়, মঙ্গলবার সকালে তিনি চান্দ্রা বাজার রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে দোকান থেকে পণ্য কেনার জন্যে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চাঁদপুর থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলসহ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এসময় মাইক্রোর আঘাতে এবং দোকানের সিলিং তার গায়ে পড়লে গুরুতর আহত হন।
দুঘর্টনার সময় তার মোটর সাইকেলটির অনেক ক্ষয়ক্ষতি হয় এবং একটি কাঁচা মালের দোকান ও একটি ফলের দোকানেরও অনেক ক্ষতি হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করান।
প্রতিবেদক- কবির হোসেন মিজি