চাঁদপুর সদর উপজেলা১২ নং চান্দ্রা ইউনিয়নের পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় মিলাদ, দোয়া, মোনাজাত, কেক কাটা ও ফিতা কেটে ক্লাবের শুভ উদ্বোধন হয়।
ক্লাবের সভাপতি শেখ ফরিদ অাহম্মেদ রুবেলের সভাপতিত্বে ও অর্থবিষয়ক সম্পাদক মোঃ জাহিদের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ক্লাবের উপদেষ্টা বোরহান উদ্দিন গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা, অ্যাড. শাজাহান খান, আমিনূল হক পাটওয়ারী, অ্যাড. কাদির খান।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচাক, মোঃ রাশেদ খান, মামুন ছৈয়াল ও প্রতিষ্ঠাতা সদস্য, শাহ আলম খান সোহেল, মিরাজ ছৈয়াল, রবিউল হোসেন মহসিন, তারেক জমাদার,শফিউল আলম গাজী, উপদেষ্টা সদস্য আমিন খান, মজিবুর রহমান খান, মোহাম্মদ উল্ল্যাহ খান, ফয়েজ আহমেদ বাবুল মিজি, হারুন রশীদ খান, মনির দেওয়ান, শরিফ জমাদার, আনিস খান, রাজু পাটওয়ারী, ছিদ্দিক খান এবং অত্র ক্লাবের সহ-সভাপতি সালাউদ্দিন মাঝি, সাধারণ সম্পাদক, মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান, দপ্তর সম্পাদক, পারভেজ শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ মেহেদী হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক, সিয়ামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
উল্লেখ্য, পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র অসহায়দের মাঝে বিভিন্ন সময়ে নেতৃবৃন্দ আর্থিক অনুদান প্রদান করে আসছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur