চাঁদপুর সদর

চান্দ্রায় গাছ লাগানোকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর আহত ২

চাঁদপুর সদর উপজেলার চন্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে শনিবার(২৪ সেপ্টেম্বর)সন্ধ্যায় একটি নিরহ পরিবারের ওপর হামলা ও বসত ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটে ওই গ্রামের ইউসুফ চেয়ারম্যান খান বাড়িতে ।

এ ঘটনায় নাছির খান (৫০) ও মো. লিটন(৪০) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

ওই বাড়ির নূর খানের পুত্র আহত নাছির খান ও মো. লিটন খান জানান, ‘তাদের নিজেদের সম্পত্তি বাড়ির রাস্তার পাশে নাছির খান প্রায় সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। কিন্তু তিনি যতবারই গাছের চারা গুলো রোপন করেছেন ততবারই তার সে গাছের চারা গুলো বাড়ির লোকজন শত্রুতা করে ভেঙ্গে ফেলে।’

ঘটনার দিনও তার একটি গাছের চারা ভাঙ্গা দেখতে পেয়ে তিনি রাগে ক্ষোভে বাড়ির রাস্তার মাটি কিছু অংশ কেটে ফেলেন।

তারই সূত্র ধরে মৃত মুনাফ খানের পুত্র মুক্তার হোসেন খান ও তার মামাতো ভাই হাসিম কাজীর পুত্র মোস্তফা কাজীসহ তাদের পরিবারের বেশ কয়েকজন মিলে নাছির খানের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। তারা দু’টি বসত ঘরের বেড়া, দরজা, জানালা ভাংচুর করে।

এ সময় তাদের রডের আঘাতে তারা দু’জন যখম হয়ে পরিবারের অন্যন্যারা আহত হন।

এ ব্যাপারে অভিযুক্ত মুক্তার হোসেন খান ও তার পরিবারের সদস্যরা বলেন, ‘নাছির খানরা পূর্ব থেকেই অন্য প্রকৃতির মানুষ। তার গাছ পশু খেয়েছে নাকি শিশুরা ভেঙ্গেছে তা না বুঝেই তিনি বাড়িতে ঢুকার রাস্তার মাটি কেটে ফেলে।’

তারা বরেন, ‘এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে গেলে তারা ঝগড়ায় লিপ্ত হয়। আমরা তাদেরকে মারিনি বরং তারাই ইট পার্টকেল মেরে আমাদের কে আহত করেছে। কিন্তু ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দেখা যায়, নাছির খান ও লিটন খানের দু’টি বসত ঘরের টিনের বেড়া, দরজা, জানালা ভাংচুর অবস্থায় পড়ে আছে।’

এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি
Share