চান্দিনায় জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল-সমাবেশ

কুমিল্লাার চান্দিনায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে ছাত্রলীগ।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফকির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, এসময় তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুধী বিভিন্ন স্লোগান দেন।’

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ৪ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ

Share