ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌঁনে ৯টায় মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) ও একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকরা ওই অস্ত্র কোন জায়গা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur