কুমিল্লার চান্দিনায় নির্বাচনি প্রচারণা কালে সমর্থকদের উপর হামলার অভিযোগ এনে পিাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা-০৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত এবং স্বতন্ত্র
প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।
সংবাদ সম্মেলেনে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু জানান, প্রচার প্রচারণা শেষে থেকে ফেরার পথে সোমবার বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে গজারিয়া এলাকায় উপজেলা ভাইস
চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সির উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার প্রতীকের প্রাণ গোপাল দত্তের সমর্থকরা জড়িত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী টিটুর এই অভিযোগ নকচ করেন ডা. প্রাণ গোপাল দত্ত।
এসব হামলার ঘটনা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের আভ্যন্তরীন কোন্দলের উল্লেখ করে উল্টো তার কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে নিয়মিত বলে দাবি করেন ডা. প্রাণ গোপাল দত্ত।
প্রসঙ্গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল। তার বিপরীতে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম
আশরাফ টিটু, যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন পত্র বাতিল করেন। পরবর্তীতে তিনি আদালত
থেকে প্রার্থীতা ফিরে পান।
এই আসনে মোট প্রার্থীর সংখ্যা ৭ জন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৬ ডিসেম্বর ২০২৩