চাদর দিয়ে মুখ ঢাকা সালাউদ্দিন

চাঁদপুর টাইমস ডেস্ক:

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের এখন ঠিকানা হল হাসপাতালের বন্দিদের সেল। তার সেলের বাইরে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো আছে। সেলে যে ডাক্তার বা নার্সরা অ্যাটেন্ড করছেন তাদের ওপর স্পষ্ট নির্দেশ আছে তিনি যেন বাইরের কারও কাছে একেবারেই মুখ খুলতে না পারেন। এসব কথা জানা গেছে শিলং টাইমস-এর এক খবরে।

এ দিকে মঙ্গলবার দুপুরে তাকে শিলংয়ের মানসিক হাসপাতাল মিমহানস থেকে সিভিল হাসপাতালে স্থানান্তরের পথে স্থানীয় সাংবাদিকের সঙ্গে দু’একটা কথা বলে ফেলেন সালাহ উদ্দিন আহমেদ। সঙ্গে সঙ্গে পুলিশ চাদর দিয়ে তার মুখ ঢেকে দেয়, যাতে তিনি আর কিছু বলতে না পারেন। আর সিভিল হাসপাতালে নেয়া পর্যন্ত তাঁর মাথা ছাদরেই ঢাকা ছিল। ছবিতে দেখা যাচ্ছে সালাউদ্দিনের পাশে দাড়িয়ে এক সাংবাদিক কিছু জানার চেষ্টা করেছন। আর সালাহ উদ্দিন আহমেদ যে তখনো কথা বলতেছন তা তাঁর হাত দু’টো নাড়াচাড়া মাধ্যমে কিছুটা স্পষ্ট হয়।

মুখ না খোলার নিষেধাজ্ঞা এখনও তার ওপর বলবৎ আছে। মেঘালয়ের ইস্ট খাসি হিলসের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এম খারক্রাং সালহ উদ্দিনের সঙ্গে এরইমেধ্য কয়েক মিনিট একান্তে কথা বলেছেন।

কিন্তু তাঁকে এই অবস্থায় জেরা করা অনুচিত বলে মনে করেন সেখানকার পুলিশ কর্মকর্তারা।

চাঁদপুর টাইমস/ডিএইচ/2015

 

Share