চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, ‘পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের সেবা করা। আমারা জনগণের সেবা ও দেশের সার্বিক মানোন্নয়নের জন্যে রাজনীতি করি।’
বুধবার (১৬ মে) বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্প (ইউজিআইআইপি) এর আওয়তায় নগর সমন্বয় (টিএলসিসি) কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।
মেয়র বলেন, ‘চাঁদপুর পৌরসভা হলো দেশের প্রথম শ্রেণীর একটি পৌরসভা। পৌরবাসীর সেবার মান বৃদ্ধির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রধান কাজ হলো হচ্ছে পৌরসভার উন্নয়ন ও পৌরবাসীর সেবা করা।’
তিনি আরো বলেন, বিগত বছর ধরে নগর সমন্বয় কমিটির টিএলসিসি সভা করে আসছে। এখানে পৌর পরিষদের বাইরে ব্যবসায়ি, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকরা এ কমিটির সদস্য হয়ে কাজ করে যাচ্ছেন। এর মাধ্যমে তৃনমূল পর্যায়ের সমস্যা সভা গুলোতে ওঠে আসে। তৃণমূল পর্যায় থেকে পৌরবাসীর সেবার মান উন্নয়নের লক্ষেই টিএলসিসি।
পৌরসভার প্রধান হিসাবরক্ষক মফিজুল ইসলাম হাওলাদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মো. আবুল কালাম ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিএলসি সদস্য জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পৌর কর্মচারী পরিষদের সভাপতি আবব্দুর রশিদ সর্দার, পৌর আওয়া মীলীগে সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি ইকবার চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, পৌরসভার প্যানেল মেয়র সিদ্দকুর রহমান ঢালী, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন টিএলসি সদস্য পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, জেলা শ্রমীক লীগ সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, প্যানেল মেয়র হুমায়ন কবির খান, শাহনাজ রহমান, কাউন্সিলর মালেক বেপারী, ডিএম শাহজাহান, শাহ আলম বেপারী, লতিফ গাজী, নাছির চোকদার, আলমহীর গাজী, হাবিবুর রহমান দর্জি, খান বাহাদুর, মাইনুল ইসলাম, মামুনুর রহমান দোলন, ফরিদা ইলিয়াছ, লায়লা হাসান চৌধুরী, আশেয়া রহমান, শাহনাজ আলমগীর।
আশিক বিন রহিম