ফিচার

জন্মনিবন্ধন কীভাবে করবেন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০টি অঞ্চলে জন্মনিবন্ধন করা যাবে। উত্তরের ৫টি অঞ্চল হচ্ছে- উত্তরা-১, মিরপুর-২, মহাখালী-৩, মিরপুর ১০-৪, কারওয়ানবাজার-৫।

দক্ষিণের ৫টি অঞ্চল হচ্ছে- নগর ভবন ১২তলা-১, নগর ভবন দ্বিতীয়তলা-২, আজিমপুর-৩, খিলগাঁও-৪, সায়েদাবাদ-৫।

কী কী কাগজ লাগবে : ১. পাসপোর্ট সাইজের ছবি। ২. জন্ম তারিখ প্রমাণের কাগজ যেমন- টিকার কার্ড/হাসপাতাল সনদ/ ছাড়পত্র/ স্কুল সার্টিফিকেট/ পাসপোর্ট/ ভোটার আইডি কার্ড/ কাবিননামা ও বাবা-মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি। জন্মনিবন্ধনের আবেদনপত্র ইংরেজি ও বাংলায় করা যাবে।

ফি কত লাগবে : ১. জন্মের পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোনো ফি লাগবে না।

২. জন্মের পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫ টাকা +১৫% ভ্যাট লাগবে।

৩. জন্মের পাঁচ বছর পর ৫০ টাকা +১৫% ভ্যাট লাগবে।

৪. জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা +১৫% ভ্যাট লাগবে।

৫. জন্ম তারিখ ব্যতীত নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা +১৫% ভ্যাট লাগবে।

৬. বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ করার জন্য কোনো ফি লাগে না।

৭. বাংলা ও ইংরেজি ভাষায় নকল সরবরাহ করতে ৫০ টাকা +১৫% ভ্যাট লাগবে।

বার্তা কক্ষ
২২ এপ্রিল,২০১৯

Share