চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে তাঁকে অবহিত করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩-এর (৪)(১)(সি) ও (৪)(৪) ধারার বিধান অনুসারে ইউজিসি কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৫ অক্টোবর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন কর্তৃপক্ষ অধ্যাপক ড. পেয়ার আহম্মেদকে অভিনন্দন জানিয়ে ইউজিসি পরিচালনায় তাঁর মূল্যবান পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেছে।
খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হওয়ায় ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তিনি বলেন, এ অর্জন কেবল তাঁর নয়, বরং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীদের সম্মিলিত গৌরব।
উল্লেখ্য, অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ২০২৪ সালের ৭ নভেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ৯ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করে বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্যসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি গ্রেড-১ অধ্যাপক পদে উন্নীত হন।
দেশি-বিদেশি ১৪টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ঢাকা ক্যাম্পাস), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাপানের ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। তাঁর গবেষণা কার্যক্রমে ইতোমধ্যে ৫৯টির বেশি প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া পাঠ্যপুস্তক রচনাতেও তাঁর অবদান রয়েছে।
অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ইউজিসির খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হওয়ায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা খাত ও বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব,
৪ অক্টোবর ২০২৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur