চাঁদপুরে আজ ১২ মে সন্ধ্যা ৬ টায় চাঁদপুর জেলা প্রসাশকের কার্যালয় বা মোল হেডের খোলামেলা স্থানে বিশেষ ব্যবস্থায় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বা অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক মো.আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভার সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুরের উপ-পরিচালক মো.খলিলুর রহমান জানান, আজ বুধবার চাঁদপুর পৌর সভার আয়োজনে চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যা ৬ টায় চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে খোলামেলা স্থানে বিশেষ ব্যবস্থায় মান্যবর জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত , রোজা যদি ২৯টি হয় তাহলে ১২ মে বুধবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদের দেখা মিলবে। তখন আজকের রাতটি হবে ঈদুল ফিতরের রাত, যা ইসলামের দৃষ্টিতে খুবই মর্যাদাপূর্ণ । আর তখন আগামিকাল ১৩ মে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে রমজান মাস যদি ত্রিশদিন পূর্ণ হয়, তাহলে আগামিকাল হবে ৩০ রোজা । তখন ১৪ মে হবে ঈদুল ফিতর। আর এ সিদ্ধান্ত আজ সন্ধ্যার পরই জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে জানা যাবে।
আবদুল গনি , ১২ মে ২০২১