Home / সারাদেশ / মুরাদনগর হবে চাঁদাবাজ মুক্ত উপজেলা: এমপি জাহাঙ্গীর আলম সরকার
চাঁদাবাজ

মুরাদনগর হবে চাঁদাবাজ মুক্ত উপজেলা: এমপি জাহাঙ্গীর আলম সরকার

কুমিল্লার মুরাদনগর উপজেলা আগামী পাঁচ বছর চাঁদাবাজ মুক্ত থাকবে। এমনটাই বলেছেন মুরাদনগরের নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন।

নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার শনিবার দিনব্যাপী মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে উপজেলার ২২টি ইউনিয়নের আড়াই হাজারেরও বেশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার বলেন, কয়েকদিনের শীতের তীব্রতায় সাধারণ খেটেখাওয়া মানুষের কষ্ট লাঘবে তাদের প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে প্রথম বারের মতো তাদের মাঝে কম্বল বিতরণ করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ শেষে জাহাঙ্গীর আলম সরকার বলেন, আগামী পাঁচ বছর মুরাদনগর উপজেলা চাঁদাবাজ মুক্ত থাকবে। যানবাহনে জিপি’র নামের কোনো চাঁদাবাজী চলবে না। মুরাদনগর উপজেলা হবে মাদক মুক্ত।
শপথগ্রহণের পর শনিবার প্রথমবারের মতো মুরাদনগরে আসেন নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। তাঁর এই আকস্মিক মুরাদনগরে আসার সংবাদে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে জড়ো হয়ে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম দিপু, জেলা পরিষদের সাবেক সদস্য ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, শেখ জাকির হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, মুরাদনগর উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন থেকে জিপি আদায়ের নামে দীর্ঘদিন যাবৎ পরিবহন সেক্টেরে চাঁদাবাজীসহ বিভিন্ন নদনদী ও ফসলের মাঠে ড্রেজারে মাটি কেটে ফসলী জমি বিনষ্টসহ একটি অসাধু চক্র মাথাচাড়া দিয়ে উঠেছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে এসব সেক্টরে অনিয়ম দূর্ণীতি দুরিকরণে কাজ করার অঙ্গীকার করেছিলেন জাহাঙ্গীর আলম সরকার। গেলো ৭ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই দিনই তাঁর নির্বাচনী অঙ্গীকার বাস্তবয়নের ঘোষণা দেন জাহাঙ্গীর আলম সরকার। ফলে ৮ জানুয়ারী থেকেই মুরানগেরের বিভিন্ন এলাকায় পরিবহণে প্রকাশ্যে চাঁদাবাজী বন্ধ হযে যায়।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৪ জানুয়ারি ২০২৩