চাঁদপুর

মতল দক্ষিণে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক দেবাশীষ রায় কর্তৃক মতলব দক্ষিণে বাজার তদারকী অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার গুদাড়াঘাট সংলগ্ন বেনিলা আইক্রিম ফ্যাক্টোরি মালিক মো. মনির হোসেনকে মানুষের স্বাস্থ্য ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে আইক্রিম তৈরি করায় ৪২ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মাছ বাজার সংলগ্ন দেলোয়ার হোটেলের মালিক হাজী মোঃ বাধনকে ৩৮ ধারায় ১ হাজার, মাছ ব্যবসায়ী প্রাণকৃষ্ণকে ওজনে কারচুপি করে মাছ বিক্রি করায় ৫শ’, অপর ব্যবসায়ী কৃষ্ণাকেও একই অপরাধে ৪৭ ধারায় ১ হাজার টাকা সাংস ব্যবসায়ী মামুনকেও ৪৭ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। নাছির হোটেলকে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার কারণে ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় অভিযানের সাথে ছিলেন মতলব দক্ষিণ সেনেটারী ইন্সেপেক্টর রেহানা আক্তার। কঞ্জুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর জেলা সদস্য মোঃ বিপ্লব সরকার।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Share