চাঁদপুর রেলওয়ে (জিআরপি) পুলিশের অভিযানে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় চাঁদপুর স্টেশন এলাকা থেকে দু’ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. মিজান হোসেন (২৫) ও মো. আলমগীর হোসেন (২৪)। তাদের প্যান্টের পকেট তল্লাশি করে ৪শ’ পিচ ইয়াবা উদ্বার করা হয়।
রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ উছমান গনি পাঠানের নির্দেশে এস আই মো. সহিদুল্লাহ, এস আই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
আটক কৃতদের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, ‘আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস যোগে চট্রগ্রাম থেকে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে বিক্রি করার জন্য চাঁদপুর স্টেশনে নামে। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চুন্না পাড়া ও একই এলাকার দক্ষিণ পড়–য়া এলাকায়।’
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৫০ পি এম, ১ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur