মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁদপুর ভলিবল একাডেমির আয়োজনে ভবিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার বিকালে আউটার স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় সবুজ দল চাঁদপুর সরকারি কলজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জাতীয় সাতারু মোঃ ছানা উল্যাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে সেন্টাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলামকে সংবর্ধিত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সোনালী অতীত ক্লাব ও বাস্কেট বল একাডেমির সভাপতি মো. মনোয়ার হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য অাবু নাছের বাচ্চু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান।
উল্লেখ্য টুর্ণামেন্টে সবুজ দল, চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর ভলিবল একাডেমি, অলস্টার ও লাল দল অংশগ্রহন করে। টুর্ণামেন্টের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন চাঁদপুর ভলিবল একাডেমীর সাধারণ সম্পাদক অায়কর অাইনজীবী অাব্দুল্লা অাল ফারুক। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার লক্ষন সরকার।
চ্যাম্পিয়ন সবুজ দলের খেলোয়াররা হলেন অধিনায়ক নজরুল ইসলাম চৌধুরী, অাব্দুল্লা অাল ফারুক, নাজির অাহমেদ বাদল, মফিজুল ইসলাম, অ্যাডভোকেট শাহ অালম, তাহেরুল ইসলাম খান। চাঁদপুর সরকারি কলেজ দলের খেলোয়ারা হলেন অধিনায়ক নিলয়, ইমন, দিদার, নিয়াজ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৬ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur