Home / চাঁদপুর / চাঁদপুুুরে মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মেঘনায়

চাঁদপুুুরে মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে নিখোঁজের চার দিন পর জেলে শাহাবুদ্দিনের (২২) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ২ ডিসেম্বর শুক্রবার পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহাবুদ্দিন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দা।

গত ২৮ নভেম্বর সকালে মেঘনা মোহনায় জেলে ট্রলারের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রলারের ধাক্কা লাগে। এ ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ হন জেলে শাহাবুদ্দিন। ঘটনার পর থেকে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওইদিন সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধান পায়নি।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে শাহাবুদ্দিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেট, ২ ডিসেম্বর ২০২২