চাঁদপুুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন,চট্রগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পরিদর্শনে আসেন তিনি।
এ সময় তিনি শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পিতা ভাষা বীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টটি পরিদর্শন করেছেন।এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন বিভাগ পরিদর্শন ঘুরে ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব উল করিম, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্ল্যাহ, হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, জেলা বি এম এ সাধারন সমাপাদক ডাঃ মাহমুদ্দুন নবী মাসুম, চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) করোনা চিকিৎসক ডাঃ সুজাউদৌলা রুবেল, ডাঃ আসিবুল আহসান চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, সরকারি হাসপাতালের এ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাঃ আবু সাদত আবু সায়েম, চর্ম বিশেষজ্ঞ ডাঃ ফেরদৌস আহমেদ, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারী) ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সাবেক মেডিকেল অফিসার ডাঃ আসরাফুর হক,সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত,দেশের করোনা পরিস্থিতিতে গত কয়েক মাস পূর্বে ভাষা বীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল স্টাস্ট্রের অর্থায়নে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়। আর স্থাপন করার কারনে করোনা রোগীদের চিকিৎসা সেবায় তা অনেকটা কাজে লাগছে। করোনা মহামারি শেষে এটি সাধারন রোগীদের চিকিৎসা সেবার ক্ষেত্রেও অনেক উপকৃত হবে।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৫ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur