চাঁদপুর

চাঁদপুুর সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট পরিদর্শন

শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পিতা ভাষা বীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টটি পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রীর প্রতিনিধি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।

২৭ জুলাই সোমবার দুপুরে হাসপাতালের নিচ তলায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনকৃত স্থানটি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে বলেন, অক্সিজেন প্লান্টটির আরো বেশ কিছু কাজ করনে এবং সেটি আরো উন্নত করনে ৫ লাখ বাজেটের মধ্যে কাজের সম্পর্কে তাকে জানানোর জন্য।

পরিদর্মনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব উল করিম, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্ল্যাহ, হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, জেলা বি এম এ সাধারন সমাপাদক ডাঃ মাহমুদ্দুন নবী মাসুম, চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) করোনা চিকিৎসক ডাঃ সুজাউদৌলা রুবেল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টুটুল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামীলীগের সদস্য সঞ্জিত পোদ্দার, আলমগীর হায়দার ভুঁইয়া, পৌর ছাত্রলীগের সহ সভাপতি তানভীর আহমেদ প্রমুখ।

জানা যায়, প্রায় মাস খানেক পূর্বে ভাষা বীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল স্টাস্ট্রের অর্থায়নে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়। আর স্থাপন করার কারনে করোনা রোগীদের চিকিৎসা সেবায় অনেক কাজে লাগছে। করোনা মহামারি শেষে এটি সাধারন রোগীদের চিকিৎসা সেবায়ও কাজে লাগবে।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৭ জুলাই ২০২০

Share