চাঁদপুর সদর

চাঁদপুর ঢালীরঘাট বর্জপাতে আঘাতপ্রাপ্ত ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ঢালীঘাট বাজারে বর্জপাতে আঘাতপ্রাপ্ত খুঁকিপূর্ণ গাছটি অপসারণ করা হয়েছে।

এলাকাবাসীর দাবির পেক্ষিতে ৯ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গাছটি কাটা হয়। এতে করে বড় ধরনের দুর্ঘটনা এবং প্রাণাহানি থেকে রক্ষা পেলো স্থানীয় ব্যবসায়ীরা।

জানাযায় বেশ কয়েকদিন আগে ঢালীঘাট বাজারে সৈয়দ মিজি মার্কেটের সামনে একটি গাছ বর্জপাতে ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে এক পর্যায়ে গাছটি মার্কেটের দোকানের উপর হেলে পরে। এতে করে ওই মার্কেটের মা কোকারিজ, রুবেল মের্টাল ওয়াকসপসহ ৫টি ব্যাবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, যে কোনো মুহূর্তে গাছটি হেলে পরে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো।
এর থেকে রক্ষা পেতে এবং জনস্বার্থে স্থানীয় ব্যবসায়ী জিতু মিজি স্থানীয় ইউনিয়ন পরিষদ বরাবরে একটি দরখাস্ত করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজি চাঁদপুর টাইমসকে বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পরে খোঁজ নিয়ে জানতে পারি, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হওয়া গাছটি যে কোনো মুহূর্তে হেলে পরে মারত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। এতে প্রাণহানিও ঘটতে পারতো। তাই জনস্বর্থে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে গাছটি কাটার ব্যবস্থা নিয়েছি।’

জনদুর্ভোগ থেকে রক্ষা করে গাছটি কেটার ব্যভস্থা করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

Share