চাঁদপুর পৌরসভার ১২ নং যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে ) বিকেলে শহরের দর্জিঘাটস্থ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক আবদুল মালেক শেখ।
ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শাহআলম খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, মো.ইকবাল হোসেন পাটওয়ারী, সদস্য কামরুল হোসেন টিটু, শামিম গাজী, জাহাঙ্গীর খন্দকার, প্রকাশ পাল, নূর রহমান , রাজীব চৌধুরী, জাহাঙ্গীর ঢালী, শিপন পাটওয়ারী, আসাদুজ্জামান সুমন, কালা বেপারী, গৌতম ঘোষ, স্বপন পাটওয়ারী, মোহন হাওলাদার, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান সোহাগর্, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি,ওয়ার্ড আয়ামী লীগের সভাপতি জাফর খান, সাধারণ সম্পাদক আবিদ হোসেন, জেলা ছাত্র লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিজি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী রিপন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ফারুক বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন রুবেল বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ হোসেন তালুকদার, অর্থ সম্পাদক মামুন মোল্লা, সদস্য বশির খান প্রমুখ।
এ সময় পৌর ছাত্রলীগ এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন ‘চাঁদপুর পৌর যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ডকে শক্তিশালী করতে চাঁদপুর পৌর যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীতেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সে লক্ষ্য নিয়ে যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ড নেতৃবৃন্দকে এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।’
প্রতিবেদক: কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৪৫ পিএম, ২৬ মে ২০১৭, শূক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur