চাঁদপুর

চাঁদপুুরে ফের পুলিশের ওপর জেলেদের হামলার চেষ্টা

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে নেমে পড়া জেলেদের ধরতে অভিযান। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমে পড়া জেলেদের নিবৃত্ত করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন.. চাঁদপুরের মেঘনায় জেলেদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত 

এমন পরিস্থিতিতে বেপরোয়া জেলের দল সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের উপরও চড়াও হচ্ছে। ফলে নদীতে এসব জেলেদের বিরুদ্ধে অভিযান চালানো কষ্টকর হয়ে উঠেছে।

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ থানার অভিযানে আবারো জেলারা হামলা চালিয়েছে। আজ বিকেলে নৌ থানা পুলিশের ২ টিম নদীতে টহলে নামে। এসময় রাজরাজেশ্বর এলাকায় জেলেরা মাছ শিকার অবস্থায় জেলেদের ট্রলারে ধাওয় করলে এক পর্যায় জেলেরা ইট পাটকেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এ সময় পুলিশ এক রাউন্ড গুলি ছুড়ে।

আরও পড়ুন…মতলবের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ

এদিকে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে পদ্মা মেঘনায় অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্ট জাল৷ ২ টি জেলে নৌকা ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল নৌ পুলিশ কার্যালরের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,৩১ অক্টোবর ২০২০

Share