চাঁদপুুরে কুরআন শিক্ষা বোর্ডের ২১তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা শুরু

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) ২১তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে চাঁদপুর জেলার বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রে ২১ তম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা শুরু হয়।
এবছর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষায় চাঁদপুর জেলার ৭৬ টি মাদ্রাসার ২ হাজার ৪শ ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চাঁদপুর জেলার ১৩ টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বার্ষিক পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চাঁদপুর জেলার কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব শাহজাহান মোল্লা, সহ-সভাপতি মাওলানা মুফতি ইমরান হোসাইন, সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, সংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন, পরিদর্শক সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Share