২৬৪, চাঁদপুর-৫ আসন হাজীগঞ্জ-শাহরাস্তি প্রার্থী ৭ জন, ভোটার ৫ লাখ ২৬ হাজার ৭শ ১৩ জন : কেন্দ্র ১৫৮,কক্ষ ৯২৫

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-পৌরসভা ও শাহরাস্তি-পৌরসভা : এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৭শ ১৩ জন। এর মধ্যে হাজীগঞ্জের পৌরসভাসহ ভোটারসহ নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮শ ৩০ জন এবং শাহরাস্তি পৌরসভাসহ ভোটার পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ২শ ৮০ জন। হিজড়া-৩ জন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৭ জন রয়েছে।মোট কেন্দ্র ১৫৮ টি এবং কক্ষ ৯২৫ টি । নির্বাচন কমিশনের ভিত্তিক সিদ্ধান্ত মতে, এ আসনের হাজীগঞ্জ ও হাজীগঞ্জ পৌরসভার ভোট কেন্দ্র সংখ্যা- ৯০টি এবং কক্ষ সংখ্যা- ৫শ ৬০ টি।

ফলে- ৯০ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ১শ ২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২ হাজার ২শ ৪০ জন পোলিং অফিসার, প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের গানম্যান ১ জন,অস্ত্রধারী পুলিশ ২ জন, নিরস্ত্র পুলিশ ৩ জন, আনসার সদস্য-৬ জন, নারী সদস্যা -৪ জন এবং গ্রাম পুলিশ ২ জন মোট-১৮ জন এ আসনের প্রতিটি কেন্দ্রে গণভোট ও সংসদ সদস্য নির্বাচনে এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন। প্রার্থী ৬ জন।

ইঞ্জি. মমিনুল হক-বিএনপি- প্রার্থীর প্রতীক-ধানের শীষ। আল্লামা মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী-ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থীর প্রতীক -চেয়ার। আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। মির্জা গিয়াস উদ্দিন-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- লাঙ্গল।

ড.নিয়ামুল বশির-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ছাতা। মাহমুদ হাসান নয়ন-ইনসানিয়াত বিপ্লব-মনোনীত প্রার্থীর প্রতীক- আপেল। মো. জাকির হোসেন স্বতন্ত্র – প্রতীক =ফুটবল ।

নির্বাচন কমিশনের ভিত্তিক সিদ্ধান্ত মতে, এ আসনের শাহরাস্তি ও শাহরাস্তি পৌরসভার ভোট কেন্দ্র সংখ্যা-৬৮টি এবং কক্ষ সংখ্যা- ৪শ ১৫ টি। ফলে-৬৮ জন প্রিজাইডিং অফিসার, ৪শ ১৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৮শ ৩০ জন পোলিং অফিসার, প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের গানম্যান ১ জন, অস্ত্রধারী পুলিশ ২ জন, নিরস্ত্র পুলিশ ৩ জন, আনসার সদস্য-৬ জন, নারী সদস্যা -৪ জন এবং গ্রাম পুলিশ ২ জন মোট-১৮ জন এ আসনের প্রতিটি কেন্দ্রে গণভোট ও সংসদ সদস্য নির্বাচনে এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

আবদুল গনি
২৮ জানূযারি ২০২৬
এ জি