আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর-৫ সংসদীয় আসন (হাজিগঞ্জ ও শাহারাস্তী) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন।
১৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন।
এ সময় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি ও ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুর রহমান বেলাল সহ চাঁদপুর -৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur