২৬৩, চাঁদপুর-৪-ফরিদগঞ্জ আসন প্রার্থী প্রার্থী ৮ জন, ভোটার ৪ লাখ ৬ হাজার ৩১ জন : কেন্দ্র ১১০, কক্ষ ৬৩৬
চাঁদপুর – ৪ (ফরিদগঞ্জ ও পৌরসভা) : এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬শ ৩১ জন। এর মধে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ২৬ জন এবং পুরুষ ভোটার সংখ্যা-২ লাখ ৮ হাজার ৬শ ৪ জন। হিজড়া ১ জন।
কেন্দ্র ১শ ১৮টি এবং কক্ষ ৭শ ৩৭টি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী। লায়ন মো.হারুনর রশীদ-বিএনপি প্রার্থীর প্রতীক- ধানের শীষ। জাকির হোসাইন-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক- ঘুড়ি। মকবুল হোসেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ-প্রার্থীর প্রতীক- হাতপাখা। মাহমুদ আলম-জাতীয় পার্টি- প্রার্থীর প্রতীক- লাঙ্গল। মো.আব্দুল হান্নান-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক -চিংড়ি। মনির চৌধুরী-গণফোরাম-প্রার্থীর প্রতীক- উদয়মান সূর্য।
বিল্লাল হোসেন মিয়াজি-বাংলাদেশ জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। মো. আব্দুল মালেক বুলবুল-বাংলাদেশ ইসলামি ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- মোমবাতি। নির্বাচন কমিশনের ভিত্তিক সিদ্ধান্ত মতে, এ আসনে কেন্দ্র সংখ্যা- ১শ ১৮টি এবং কক্ষ সংখ্যা- ৭শ ৬টি।
ফলে- ১শ ১৮ জন প্রিজাইডিং অফিসার, ৭শ ৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৪ শ ১২ জন পোলিং অফিসার, প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের গানম্যান ১ জন, অস্ত্রধারী পুলিশ ২ জন, নিরস্ত্র পুলিশ ৩ জন, আনসার সদস্য-৬ জন, নারী সদস্যা -৪ জন এবং গ্রাম পুলিশ ২ জন ১৮ জন এ আসনের প্রতিটি কেন্দ্রে গণভোট ও সংসদ সদস্য নির্বাচনে এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবে।
আবদুল গনি
২৯ জানূযারি ২০২৬
এ জি