Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুর-৪ মোমবাতি প্রার্থী আব্দুল মালেকের মনোনয়ন দাখিল

চাঁদপুর-৪ মোমবাতি প্রার্থী আব্দুল মালেকের মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেক তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। তাঁর নির্বাচনী প্রতীক মোমবাতি।

মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারী মোঃ হুমায়ুন কবির, চাঁদপুর জেলা যুবসেনার সেক্রেটারী মোঃ নবাব খান, গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল মান্নান মনু ভূঁইয়া, ইসলামী ফ্রন্ট ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ইসলামী ফ্রন্ট ফরিদগঞ্জ উপজেলার সহ-সভাপতি ডাঃ হাফেজ ওয়ালী উল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন দাখিল শেষে প্রার্থী মোঃ আব্দুল মালেক বলেন, “আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার লক্ষ্য হচ্ছে ফরিদগঞ্জকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ হিসেবে গড়ে তোলা। ধর্ম, নৈতিকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ফ্রন্ট সবসময় আপসহীন। ইনশাআল্লাহ জনগণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।”

এ সময় দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ফরিদগঞ্জের সাধারণ মানুষ ইসলামী ফ্রন্টের আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রাখবে এবং নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করবে।

স্টাফ রিপোর্টার/
২৯ ডিসেম্বর ২০২৫