প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুর নৌ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন খান।
এ ব্যাপারে ওসি জানান, অভিযান পরিচালনা করে ২৮ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, আটককৃত ৬ জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার জাল। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
অাটক ৬ জেলের মধ্যে ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৩ নভেম্বর ২০২০