বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন আজও পূরণ হয়নি। রাষ্ট্র ক্ষমতা ভোগ করা রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিভিন্ন বিষয়ে মানুষে মানুষে শুধু বিভাজন তৈরি করেছে। তারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার আর বেগম পাড়া করেছে। অথচ এদেশের মানুষের দারিদ্র্যতা দূর করতে পারেনি, নাগরিক অধিকার নিশ্চিত করতে পারেনি, সমাজে কিংবা রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করেনি।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় রিক্সা প্রতীকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা লিয়াকত হোসাইন আরো বলেন, স্বাধীনতার পর ঘুরে ফিরে কয়েকটি দল দেশের রাষ্ট্রক্ষমতা ছিল। তারা কেউ দেশকে দারিদ্রতা, সন্ত্রাস, মাদক, অথবা দুর্নীতি থেকে মুক্ত করতে পারেনি। তাই দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা ইসলামিক দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চায়। কারণ আলেম ওলামারা দুর্নীতি করেন না। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, জমি দখল কিংবা মাদক ব্যবসার সাথে জড়িত না। আলেম-ওলামারা দেশ পরিচালনা দায়িত্ব পেলে, জনগণের সেবক হবে, শাসক নয়। তিনি একটি ইনসাফভিত্তিক ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রিক্সা মার্কায় ভোট কামান করেন।
এইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চাঁদপুর শহরের পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট, মতলব রোড, বিসিক এবং বাসস্ট্যান্ড বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন। এর মধ্যে সকালে এসময় তিনি প্রতিটি পাড়া মহল্লা এবং হাটবাজারে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে রিকশা প্রতীকে ভোট চেয়ে লিফটে তুলে দেন। তার এই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আলেম-ওলামা ও সুধীসমাজের অনেককে অংশগ্রহণ করেন।
এই সময় বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদস্য হাফেজ আবুল কাশেম, শহর শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলার সেক্রেটারি হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, অফিস সম্পাদক হাফেজ ইসমাইল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস ১৪ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা বেলাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur