Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের গণসংযোগ
আসনে

চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারা অংশ হিসেবে ১০ ডিসেম্বর বুধবার তিনি দলীয় নেতাকর্মীদে নিয়ে দিনভর চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।

এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর পৌর ১২ ও ১৫ নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাট, কোর্টচত্বর, জিটি রোড (দক্ষিণ উত্তর) দর্জিঘাট এবং বঙ্গবন্ধু সড়কের প্রতিটি পাড়া মহল্লায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে রিকশা প্রতীকের লিফটে তুলে দেন। পরে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ ও ৭নং ওয়ার্ডে একইভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আলেম-ওলামা ও সুধীসমাজের অনেককে অংশ নিতে দেখা যায়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত চাঁদপুর-৩ আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন বলেন, উন্নয়ন, ন্যায়নীতি এবং আদর্শ রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। ইসলামী মূল্যবোধ এবং একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। যেখানে সকল ধর্মের, বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ এবং সকল নাগরিক অধিকার পাবে। তিনি সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত সুন্দর চাঁদপুর বিনির্মাণে রিকশা প্রতীকে ভোট কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদস্য হাফেজ আবুল কাশেম, শহর শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলার সেক্রেটারি হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, অফিস সম্পাদক হাফেজ ইসমাইল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম বাংলাদেশ খেলাফত মজলিস ১২নং ওয়ার্ড সভাপতি ডাক্তার আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইসমাইল, ১৫ নং ওয়ার্ডের দায়িত্বশীল মোঃ রবিউল হাসান, ৭নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোশাররফ, সাধারণ সম্পাদক আব্দুস সোবহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১০ ডিসেম্বর ২০২৫