Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর-৩ আসনে‌ রিকশা প্রতীকে গণসংযোগ
আসনে‌

চাঁদপুর-৩ আসনে‌ রিকশা প্রতীকে গণসংযোগ

চাঁদপুর-৩ আসনে‌ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন দলীয় রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মী এবং সুধীজনদের সাথে নিয়ে চাঁদপুর শহরের কুমিল্লা রোড, ১৩ নং ওয়ার্ড, ওয়ারল্যাস বাজার, ফরিদগঞ্জ সড়কে এই গণসংযোগ করেন।

এ সময় তিনি এলাকাবাসী, ব্যবসায়ী এবং পথচারীসহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে রিকশা প্রতীকের লিফটে তুলে দেন। পাশাপাশি তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা ও চাঁদপুর নিয়ে তাদের ভাবনার কথা শুনেন এবং নির্বাচিত হলে একটি ইনসাফের চাঁদপুর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন বলেন, বহু আত্মত্যাগ আর প্রাণের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা অর্জন করে অর্থ, বৃত্ত, সম্পদ এবং আত্মমর্যাদায় অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও এদেশের মুক্তিকামী মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক দলগুলো মানুষের মানুষের বিভাজন তৈরি করে, নিজেরা ঠিকই বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। স্বাধীনতার পর ঘুরে ফিরে কয়েকটি দল এদেশে রাষ্ট্রক্ষমতা ছিল। ‌তারা কেউ বাংলাদেশকে দারিদ্র, সন্ত্রাস, মাদক, আর দুর্নীতিমুক্ত করতে পারেনি।

তিনি আরো বলেন, এদেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা ইসলামিক দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চায়। কারণ আলেম ওলামারা কখনো দুর্নীতি করেন না। তারা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। তারা পরকালের জন্য কামাই করেন। আর সেটি হল ন্যায়, সত্য এবং ইসলামের পথে থাকা।‌ কাজেই আলেম-ওলামারা দেশ পরিচালনা দায়িত্ব পেলে, তারা জনগণের সেবক হবে, শাসক নয়। একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। যেখানে সকল ধর্মের, বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ এবং অধিকার আদায়ের সুযোগ পাবে।

এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, শহর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, অফিস সম্পাদক হাফেজ ইসমাইল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১০ ডিসেম্বর ২০২৫