আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর)- আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে নতুনভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি কমরেড মো: জাহাঙ্গীর হোসেন।
তিনি রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তাঁর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দীপালি রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার ও জেলা কমিটির সদস্য ডা: শ্যামল চন্দ্র ঘোষ, কমিউনিস্ট পার্টির নেতা বীরমুক্তিযোদ্ধা সুনীল কৃষ্ণ মাঝি, কৃষক নেতা তাপস কুমার সাহা ও সুমন কৃষ্ণ মাঝি, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস ও শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরে আলম নূর।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশ্যে কাস্তে মার্কার প্রার্থী কমরেড মো: জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা প্রয়োজন। মানুষ যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারে-সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবারের নির্বাচনের মাধ্যমে মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি পথরেখা রচনা করতে বামপন্হী প্রার্থীদেরকে ভোট দেয়া অনিবার্য হয়ে পড়েছে। অন্যথায় ৭১’র এর মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে। ফলে উগ্র সাম্প্রদায়িকতা ও বিজ্ঞানবিরোধী প্রতিকূল সমাজ দেখতে হবে। যা হবে নিতান্তই দু:খজনক।
তিনি আরও বলেন, মানুষের মুক্তির পথ সমাজতন্ত্র। তাই শোষণমুক্ত সমাজ গঠন একান্তই প্রয়োজন। দেশের টেকসই অর্থনীতি বিনির্মার্ণের জন্য কৃষিভিত্তিক কল-কারখানা গড়ে তুলতে হবে। এতে করে কর্মহীনদের কাজের ব্যবস্হা হবে। এসব বাস্তবায়নের জন্য কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur