Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / চাঁদপুর-২ আসনে ৫ জনের মনোনয়ন দাখিল
আসনে

চাঁদপুর-২ আসনে ৫ জনের মনোনয়ন দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছে।

নভেম্বর ৩০ বিকাল ৪ টা পর্যন্ত দাখিলের শেষ দিনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হাসানের নিকট ৪ জন এবং চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামাল হসানের নিকট ১ জনসহ মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত, অবিবক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাতীয় পাটি (জাপা)র প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি ও দলীয় মনোনীত লাঙ্গল প্রতীকের এমরান হোসেন মিয়া, জাকের পার্টির মনোনীত গোলাম ফুল প্রতীকে চাঁদপুর উত্তর অঞ্চলের সহ-সভাপতি ও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির জাকির পার্টি মোঃ ওবায়েদ মোল্লা,আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দলীয় মনোনীত একতারা প্রতীকের প্রার্থী শাহ মোঃ মনির হোসেন বেপারি।
উেেল্লখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো আজ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্ব^রের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ই জানুয়ারী।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৩০ নভেম্বর ২০২৩