আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর-২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ) ৮জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও আগামীকাল আনুষ্ঠানিক প্রচারণায় নামবে পৃথক পৃথক এই দলের প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই আসনের নির্বাচনী লড়াই।
প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী মোঃ জালাল উদ্দিন পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ছাতা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ এমরান হোসেন মিয়া পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল পেয়েছেন হাতি, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী গোলাফ হোসেন পেয়েছেন ট্রাক, নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী এনামুল হক পেয়েছেন কেটলি ও লেবার পার্টির মনোনীত প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন আনারস প্রতীক।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং প্রাথমিকভাবে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল। একজন যাচাই-বাছাইয়ের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
পরবর্তীতে আপিল প্রক্রিয়ায় ৫ জন প্রার্থীর মনোনয়ন ফেরত আসে। মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়। বৈধ ১০ জনের মধ্যে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর থেকেই মতলব উত্তর ও মতলব দক্ষিণজুড়ে নির্বাচনী কার্যক্রম গতি পেয়েছে। আগামী দিনে প্রচার- প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী সভা–সমাবেশে এই আসন আরও সরগরম হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
নিজস্ব প্রতিবেদক/
২১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur