চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ রহিমা বেগম, সাধারণ সম্পাদক রোটাঃ রাকিবুল হাসান রোমান ২০২২/২০২৩ বছরের নতুন সভাপতি রোটাঃ আলমগীর মিয়াজী ও সাধারণ সম্পাদক রোটাঃ তাজুল ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, বাংলাদেশ পুস্তক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটাঃ এস এম মোরশেদ সেলিম, রাজরাজ্বেশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটাঃ হযরত আলী বেপারী, চাঁদপুর রেলওয়ে কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক রোটাঃ মাহমুদা খানম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির।
রোটাঃ মফিজ সরকারের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, রোটাঃ সাইফুল আজম, রোটাঃ মোঃ সাখাওয়াত হোসেন, রোটাঃ ইউনুছ মজুমদার, রোটাঃ উৎফল প্রমুখ।
এসময় চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবশেষে রাতের আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৩০ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur