চাঁদপুর হাসপাতালে রোদের তাপ থেকে বাঁচতে…

গত কয়েক মাস ধরেই আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের প্রচন্ড চাপ লক্ষ্য করা গেছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চাপের কারনে ওয়ার্ডের ভেতরের বিছানা পরিপূর্ন হয়ে অনেক রোগীদের বারান্দা ও কড়িডোরে বিছানা পেতে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

বারান্দায় কোনো প্রকার দেয়াল না থাকার কারনে বাহিরের সূর্যের তাপ এসে পড়ছে রোগীদের বিছানায়। তাই বারান্দায় থাকা রোগীর স্বজনরা রোদের তাপ থেকে রক্ষা পেতে নিজেদের সাথে থাকা কাঁথা টানিয়ে বিকল্প ব্যবস্থা করেছেন। ছবিটি বুধবার দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডের বারান্দা থেকে তোলা।

ছবি ও প্রতিবেদন : কবির হোসেন মিজি।

Share