চাঁদপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক পিতার মৃত্যুতে দোয়া
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.কে.এম মাহবুবুর রহমানের বাবা মোঃ আইউব আলী সরকারের মৃত্যুতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মিলাদে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চৌধুরী জামে মসজিদের ছানি ইমাম মাওলানা ছালিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (সার্জারি) ডা. হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক ডা. নোমান হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো) ডা. শাহাদাৎ হোসেন, ডা. আনিসুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আব্দুল আজিজ মিয়া, হাসপাসপাতালের, সিনিয়র কনসালটেন্ট (ক্যার্ডিওলজি) ডা. মুনতাকিম হায়দার রুমি, কনসালটেন্ট ডা. আসিফ ইকবাল, জুনিয়র জনসালটেন্ট (সার্জারি) ডা. নুরে আলম মজুমদারসহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চাঁদপুর মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও শিক্ষানবিশ চিকিৎসকরা।
উল্লেখ্য : চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চাঁদপুর মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার/
১১ ডিসেম্বর ২০২৫