চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমবায় সমিতির শরবত বিতরণ

প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে চাঁদপুরে খেটে খাওয়া মানুষ, রিক্সাচালক পথচারীসহ সাধারণ মানুষদেরকে বিনামূল্যে শরবত খাওয়ালেন চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

এ উপলক্ষ্যে ১ মে বুধবার সকালে পাঁচশ লিটারের গাজী ট্যাংকে তারা ট্যাংকের শরবত তৈরি করে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডে চলাচলকারী বিভিন্ন যানবাহন চালক, হকার ও পথচারীদের মাঝে এই শরবত বিতরণ করেন।

সকালে বিনামূল্যে এই শরবত বিতরণ কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ সোয়েব, চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের
সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার লিটন মাঝি, জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাপ্পি,
এছাড়াও পুরাতন হার্ডওয়ার ব্যবসায়ী, আলহাজ্ব বাচ্চু ভুঁইয়া, মোঃ খোকন, আক্তার হোসেন, আরিফ হোসেন খান।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাজী মহসীন রোডের ব্যবসায়ী মোঃ হোসেন মাল, জাকির হোসেন,শরীফ হোসেন, সিয়ামসহ অন্যান্য ব্যবসায়ীরা।

চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দরা জানিয়েছেন, যতোদিন এই দাবদাহ চলবে ততোদিন তাদের এই বিনামূল্যর শরবত ও পানি বিতরণের কার্যক্রম চলবে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১ মে ২০২৪

Share