চাঁদপুর শহরের হাকিম প্লাজা শপিং সেন্টারে এ ওয়ান টেইলার্স এন্ড ফ্রেব্রিক্সের শুভ উদ্বোধন করা হয়েছ। রোববার (২২ এপ্রিল) বাদ আসর মিলাদ ও দোয়ার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আমিমুল এহসান মোঃ ত্বোহা।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ বারী খান, এ ওয়ান টেইলার্সের প্রোপাইটর এম ডি ফখরুল ইসলাম কালু, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, হাকিম প্লাজার নুর পাঞ্জাবি হাউজের সত্বাধিকারী বিল্লাল হোসেন, চয়নিকা পাঞ্জাবি হাউজের প্রোপাইটর মোঃ শামীম, রূপ মহিনীর প্রোপাইটর এম এ রশিদ, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিলন, বিগ বসের প্রোপাইটর মির্জা আনিসুল হক, ফাহিম ফ্যাশনের প্রোপাইটর মোঃ আবু ইউসুফ, হকার্স মাকেটের লেগ লাইন সুজের সত্বাধিকারী জহিরুল ইসলাম সোহেল, ম্যানেঞ্জ ওয়াল্ডের প্রোপাইটর মোঃ রুবেল, এ ওয়ান টেইলার্সের কাটিং মাষ্টার গৌতম দে সহ হাকিম প্লাজা ও তার আশপাশের ব্যবসায়ীবৃন্দ।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur