চাঁদপুর-হাইমচর সড়কে সিএনজি-স্কুটার আরোহী এক ব্যবসায়ীর কাছ থেকে অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে পৌনে ৮টার দিকে ১২নং চন্দ্রা ইউনিয়নের খাসের বাড়ি ও জব্বার ঢালী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অজ্ঞাত ছিনতাইকারীরা এসময় পুরাণবাজারের ব্যবসায়ী বিল্লাল হাওলাদার (২৫) পিটিয়ে আহত করে ফেলে যায়।
আহত ব্যবসায়ী বিল্লালের পিতা পুরাণবাজারের ব্যবসায়ী আনোয়ার হাওলাদার জানায়, তার ছেলে বিল্লাল হাওলাদার ‘আনোয়ার ট্রেডার্সে’র সপ্তাহিক বাকি টাকা নিয়মিত কালেকশন করে থাকে। প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার বিকেলে সে বাংলাবাজার ও আনন্দ বাজার থেকে প্রায় ১লাখ ১৫ হাজার টাকা কালেকশন করেন। বাকি টাকা কালেকশন শেষে রাত সাড়ে ৭টার দিকে সে বাংলাবাজার থেকে একটি সিএনজি-স্কুটারের চরে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
সিএনজি-স্কুটারটি ছেড়ে দেয়ার পরে তার ভেতরে থাকা অপর যাত্রী মোবাইল ফোনে কার সাথে যেনো কথা বলে। কিছুক্ষণ পর সিএনজিটি চান্দ্রা চৌরাস্তা পার হলে সেখান থেকে আরো ৩জন যাত্রী উঠে। পরে ওই সড়কে খাসের বাড়ি ও জব্বার ঢালী বাড়ি এলাকায় এলে হঠাৎ করে চার যাত্রী তাকে পেটাতে শুরু করে এবং সাথে থাকা ১লাখ ১৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
আনোয়ার হাওলাদার আরো জানায়, এ ঘটনায় চাঁদপুর মডেল থানার একটি সাধারণ ডায়রি করার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১০ : ০৩ পিএম, ২৫ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur