হাইমচর

চাঁদপুর হাইমচরের ঈশানবালা রক্ষায় ১০ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ

চাঁদপুর জেলায় মেঘনা নদীর তীরে ডান তীরে অবস্থিত হাইমচরের ঈশানবালা বাজার ও তৎসংলগ্ন এলাকা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর ১০ কোটি ৫৭ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরের ক্রমাগত মেঘনার ভাঙ্গনে ঈশানবালা বাজার, পুলিশ ফাঁড়ি, এমজিএস বালিকা বিদ্যালয়,কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি বেসরকারি স্থাপনা মেঘনা নদীতে বিলীন হয়ে যায় ।

স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের দাবির প্রেক্ষিতে চাঁদপুর একটি প্রকল্প প্রস্তাব পেশ করে চলতি বছরের ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব বাজেটে মেরামত ও সংরক্ষণ কাজে ওই টাকা বরাদ্দ দেয়া হয । এতে প্রায় দু’কিলোমিটার নদীরতীর ফতেজঙ্গপুর মৌজা পর্যন্ত জিও ব্রাগ ডাম্পিং করার কাজে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

হাইমচরের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী মো.জাহাঙ্গীর হোসেন রোববার ২৯ ডিসেম্বর চাঁদপুর টাইমসকে জানান,সতর্কতামূলক নদীতীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ড এ টাকা বরাদ্দ দিয়েছে । যা দ্বারা জিও ব্যাগ নিক্ষেপের মাধ্যমে তীর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । প্রত্যেকটি জিও ব্যাগের ওজন নির্ধারণ করা হয়েছে ২৫০ কেজি।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর অনুমতি পাওয়ার লক্ষ্যে একটি চিঠি ইতোমধ্যেই প্রেরণ করা হয়েছে ।

নদীর তীর সংরক্ষণ করা হলে ঈশানবলার শত শত নদীভাঙ্গন পরিবার মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা বিস্তারে কাজ করতে পারবে্। কৃষি পণ্য উৎপাদনে স্থানীয় অধিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । তাদের ফসলের জমিগুলো আবাদ করে জীবন-জীবিকা চালাতে পারবে বলে স্থানীয় অধিবাসীদের প্রত্যাশা।

আবদুল গনি , ২৯ ডিসেম্বর ২০১৯

Share