চাঁদপুর

চাঁদপুর হরিসভা এলাকায় আবারও ভাঙন

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার হরিসভা আবারো ভাঙনের কবলে পড়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় ওই এলাকার নদীতীর সংরক্ষণ বাঁধের প্রায় ২০ মিটার ধ্বসে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরপরই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

গত কয়েকদিন ধরে মেঘনায় তীব্র স্রোত বইছে। ফলে নদীতীর ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এর মধ্যেই বুধবার রাত সাড়ে ১০টায় হরিসভা এলাকার ২০ মিটার নদীতে তলিয়ে হয়ে যায়। এসময় বেশকিছু সিসিব্লক নদীতে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, শহররক্ষা বাঁধের হরিসভা এলাকায় কয়েক মাস আগেও ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি বস্তা ফেলা হয়।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ বলেন, আমরা ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছি।

ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার, এনএসআই চাঁদপুরের উপ-পরিচালক আজিজুল হক, পৌর পরিষদের প্যানেল মেয়র সিদ্দিক রহমান ঢালী, চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাসিম উদ্দিন, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ, মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ব্যাংকার মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু গাজী প্রমূখ।

চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, সংবাদ পেয়ে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। পরিস্থিতি বুঝে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এদিকে, হরিসভা এলাকায় ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা নিরাপদে যেতে শুরু করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৩ আগস্ট ২০২০

Share