চাঁদপুর হরিনা ফেরিঘাটে রশিদবিহীন অতিরিক্ত টোল আদায় ও কথিত শ্রমিক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। ১৯ জুলাই রবিবার দুপুরে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ইজারাদার প্রতিনিধি মোহাম্মদ আলমগীর ও সমিতির প্রতিনিধি জাহাঙ্গীর।
অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত চালকদেরকে বলেন, রশিদ বিহীন ইজারা ৭৫ টাকা ও পাকিং চার্জ ৫০ টাকা ব্যতিত অতিরিক্ত কোন টাকা ঘাটে প্রদান করবেন না।
তিনি ট্রাক চালকদের উদ্দেশ্যে বলেন, নিদিষ্ট ইউনিফরম ব্যাতিত কোন ব্যাক্তির নিকট টাকা প্রদান করেন না। আমরা আজ ঘাটে এসে বেশ কিছু অনিয়ম পেয়েছি রশিদ বিহীন টাকা নেওয়ার কারনে দুইজনকে অাজকে আটক করেছি। এরকম;চলতে থাকলে ইজারাদারেকেও ছাড় দেওয়া হবে না তাকেও আটক করা হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন, সতর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন ও ওসি তদন্ত হারুনুর রশিদসহ বেশ কয়েকজন এস আই । হরিনা ফেরী ঘাটে ফেরী পাড়া পাড়ের ভাড়া: বাস, ট্রাক,মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেলার, ট্যাংক লরী, মিনিবাস ৭৫ টাকা।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১৯ জুলাই ২০২০