চাঁদপুর শহরে যানজট নিরশনে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করার উদ্যোগ নিয়েছে চাঁদপুর ব্যাটারী চালিত ইজিবাইক পরিবহন মালিক শ্রমিক ঐক্য ইউনিয়ন। শুক্রবার রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সংগঠনের নেতৃবৃন্দের হাতে ইউফর্ম (কটি সম্বলিত) গায়ে পড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ইজিবাইক পরিবহন মালিক শ্রমিক ঐক্য ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ গাজী, সহ-সভাপতি মাহবুব আলম সুমন, মো. নজরুল ইসলাম পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক টিটু সরকার, সদস্য মিন্টু হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সংগঠনের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শহরের যানজট শুধু প্রশাসনের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি সচেতন হয় এবং অংশগ্রহণ করে, তাহলে চাঁদপুর হবে শৃঙ্খলাপূর্ণ একটি সুন্দর শহর। ইজিবাইক চালকদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, আমরা মানিক ভাইয়ের অনুপ্রেরণায় সমাজের কল্যাণে কিছু করতে চেয়েছি। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে আমাদের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক নিয়মিতভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে। যানজট নিরসন ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এই উদ্যোগের মাধ্যমে চাঁদপুর শহরের ব্যাটারী চালিত ইজিবাইক চালকরা শুধু পরিবহনের অংশীদার নয়, বরং সমাজ উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্টাফ রিপোর্টার/
৩১ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur