চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ওই মার্কেটের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ৬০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে: তানহা ক্লথ স্টোর, এশিয়ান ইলেক্ট্রনিক্স, আল-আমিন লাইটিং হাউজ ও আরএফএল শো-রুম।
প্রত্যক্ষদর্শী মাহবুবুল আলম বাশার, ওই মার্কেটের ব্যবসায়ী কাউছার হামিদ ও ইমরান হোসেন জানান, ফজরের নামাজের সময় কোন এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে মার্কেটের পাহারাদার কাছাকাছি না থাকায় টের পাওয়া যায়নি।
পরে পথচারী কয়েকজন ঘটনা প্রত্যক্ষ করে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে
উপস্থিত হওয়ার পূর্বেই ২ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, রাতের বেলায় মার্কেটের চার পাশ বন্ধ থাকে।
মূল পটকে পাহারাদার অস্থান করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে সকাল ৬টায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য মার্কেটের শত শত দোকান দুর্ঘটনা থেকে রক্ষা পায়। পুলিশের টহল সদস্যরা এ সময় সহযোগিতা করেন।
চাঁদপুর ফায়ার স্টেশন (উত্তর) এর সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ভোর ৪টা ৪০ মিনিটে আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন এবং ২টির অধিকাংশ পুড়েছে। এতে প্রায় ২০লাখ টাকার মালামাল পুড়েছে।
About The Author
কবির হোসেন মিজি
: আপডেট ২:৫২ পিএম, ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ